পুলিশ কনস্টেবল পদে বিশাল নিয়োগ, সেপ্টেম্বর- ২০২৪ এর নতুন নিয়োগ।

কনস্টেবল পদে ২০২৪, সেপ্টম্বরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ করেছে বাংলাদেশ পলিশ। বাংলাদেশের ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তীর মাধ্যমে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের মধ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে যারা আবেদন করতে চান তারা আগে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তী ভালো ভাবে পড়ে এবং বুঝে নিবেন। কবে থেবে কবে আবেদন? কীভাবে আবেদন করবেন? কত টাকা ফি লাগে? কোথায় কবে কখন মাঠ পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষা হবে? সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এই পোস্টের বিস্তারিত পড়লে…………. আবেদন যোগ্যতাঃ- বয়সঃ ১৮ হতে ২০ বছর। (১৫ অক্টোবর ২০২৪ এ বর্ণিত বয়সীমার মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে (জিপিএ কমপক্ষে ২.৫/সমমান) জাতীয়তাঃ বাংলাদেশী। জাতীয়তাঃ অবিবাহীত (তালাকপ্রাপ্ত নহে)। উচ্চতা ও বুকের মাপ (পুরুষ)- ৫ ফিট ৪  ইঞ্চি, বুকের মাপ-  ৩১-৩৩ উচ্চতা ও বুকের মাপ (মহিলা)- ৫ ফিট ২  ইঞ্চি, বুকের মাপ-  লাগবে না। ওজনঃ পুরুষ ও মহিলা- ওজন অনুমোদিত হবে বয়স ও উচ্চতার উপর পরিমাপ করে। দৃষ্টিশক্তিঃ পুরুষ মহিলা উভয় ৬/৬ কীভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ আবেদন? আবেদনঃ আবেদন করতে হবে অনলাইনে এই লিংক থেকে http://police.teletalk.com.bd সময়সীমাঃ আবেদন শুরু হবে ০১ অক্টোবর ২০২৪ এবং শেষ হবে  ১৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত। আবেদনের আরো বিস্তারিত পড়ুন…………………

মেট্রোরেলে চাকুরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ, HSC পাশেই আবেদন।

মেট্রোরেল শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিয়োগ বিজ্ঞপ্তী প্রকাশ গত ০১ আগষ্ট ২০২৪ইং। আবেদনের শেষ ছিলো ০৪ সেপ্টম্বর ২০২৪ইং কিন্তু কর্তৃপক্ষ আবেদনের সময় আবাড়ও বাড়িয়ে ০৩ অক্টোবর ২০২৪ইং পর্যন্ত করা হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন দাখিল করার নিয়মাবলি এবং আবেদন পত্র সহ দেয়া আছে। পদের নামঃ টিকেট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে ও কীভাবে আবেদন করবেন বিস্তারিত মেট্রোরেলের নিয়োগ বিজ্ঞপ্তী থেকে সরাসরি দেখে নিতে পারেন, নোটিশ নিম্নে তুলে ধরা হলো……….   পরবর্তীতে আবদনের সময় বাড়ানো হয় ০৩ আক্টোবর ২০২৪ ইং পর্যন্ত। কীভাবে আবেদন করবেন এবং আবেদন পত্র। আবেদনের আরো বিস্তারিত জানতে এবং আবেদন কপির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন